মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শেয়ার

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোট সমন্বয়ক


China 12 party

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব সারওয়ার আলম ও অ্যাডভোকেট শাহ আলম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এহসানুল হুদা জানান, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক এবং পারস্পরিক সব বিষয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন, দেশের স্থিতিশীলতা, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে উঠে আসে। দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য আগামী নির্বাচন যে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা হয়।

নিউজ পাওয়া যায়নি