মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ১০ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন


Indian High Commission

ঢাকায় ভারতীয় হাইকমিশন ১০ম জাতীয় আয়ুর্বেদ দিবস ২০২৫ উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে গেলো রোববার (২২ সেপ্টেম্বর) ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চিকিৎসা বিশেষজ্ঞ, যোগব্যায়াম অনুশীলনকারী, যুব প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এবারের আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ছিল— “মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ”। এতে ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও টেকসই উন্নয়নে আয়ুর্বেদের অবদানকে গুরুত্ব দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জ ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক, ভাষাগত ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশে বহু শতাব্দী ধরে আয়ুর্বেদের চর্চা চলছে, যা স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ইউনানি, যোগ ও হোমিওপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদও বাংলাদেশের স্বাস্থ্যনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। একই জলবায়ু ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে দুই দেশে বহু অভিন্ন ঔষধি উদ্ভিদ পাওয়া যায়, যা গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতার সুযোগ সৃষ্টি করে। তিনি আরও জানান, প্রাচীন চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভারতে যান, যা দুই দেশের জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়কে শক্তিশালী করছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা. সারিক হাসান খান। তিনি আয়ুর্বেদ ও ইউনানি পদ্ধতির প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় ভূমিকার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে “জার্নি অব আয়ুর্বেদ” শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পর আইজিসিসির প্রশিক্ষক শাহানাজ পারভীন শিখার যোগব্যায়াম প্রদর্শনী এবং ‘যোগা ব্লিস’-এর প্রতিষ্ঠাতা ফারহানা সুলতানা করিমের পরিচালনায় একটি আন্তঃক্রিয়ামূলক যোগ সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আয়ুর্বেদ দিবস শুধু ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করছে না, বরং স্বাস্থ্য, টেকসই জীবনযাত্রা ও “ওয়ান হেলথ” ধারণাকে আরও এগিয়ে নিচ্ছে।

নিউজ পাওয়া যায়নি