মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ.লীগ কর্মী থাকলে তথ্য দিতে বলল পুলিশ


nazrul-islam-dmp

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করলে তাদের সম্পর্কে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশের রেড চলছে এবং গোয়েন্দা তল্লাশি অব্যাহত রয়েছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। নগরবাসী পুলিশকে তথ্য দিলে, আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে তাদের গ্রেপ্তার করবে। এতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে আসবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ডিএমপির এ কর্মকর্তা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করছে। এসব মিছিল থেকে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে সহায়তা করবেন।

নজরুল ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। সরকার যখন একটি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে, যা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি।

নিউজ পাওয়া যায়নি