মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৬ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে চায় চীন


china BD

চীনে দ্বিতীয় বাংলাদেশী কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচির (২০২৫) প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজন করেছে ঢাকার চীনা দূতাবাস। সোমবার এই প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংবর্ধনা আয়োজনে অংশ নেন সচিব এবং রেক্টর ড. মো. নজরুল ইসলাম।

এ সময় ইয়াও ওয়েন জানান, চীন বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে চায়। এই কর্মসূচির মাধ্যমে চীনা দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আয়োজিত প্রশিক্ষণ উদ্যোগে অংশগ্রহণকারী তরুণ বাংলাদেশি কূটনীতিকদের চতুর্থ ব্যাচের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। আসন্ন যাত্রাটি চীনের উন্নয়নের পথ বোঝার জন্য ‘পারস্পরিক শিক্ষার যাত্রা’, চীনা আধুনিকীকরণের অভিজ্ঞতা অর্জনের জন্য ‘অনুশীলনের যাত্রা’ এবং বন্ধুত্বকে আরও গভীর করার জন্য ‘সংলাপের যাত্রা’।

রাষ্ট্রদূত ইয়াও তরুণ বাংলাদেশি কূটনীতিকদের সুযোগটি লালন করতে, গভীর পর্যবেক্ষণ এবং বিনিময়ে জড়িত হতে এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ উন্নয়নে অংশগ্রহণকারী এবং অবদানকারী হওয়ার জন্য উৎসাহিত করেন।

সচিব এবং রেক্টর ড. মো. নজরুল ইসলাম চীনে মূল্যবান প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য চীনা দূতাবাসের সঙ্গে বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

নিউজ পাওয়া যায়নি