সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৪ অক্টোবর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
শেয়ার

তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত লেখক, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম


Sayed Monzurul Islam

সৈয়দ মনজুরুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

লেখক, অনুবাদক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার হঠাৎ করে তিনি তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে দুটি রিং স্থাপন করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি নিশ্চিত করেছেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি জানান, গাড়িতে থাকার সময় অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় অধ্যাপক মনজুরুল ইসলামকে। চিকিৎসকেরা পরীক্ষার পর হার্ট অ্যাটাক শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে অপারেশন করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের সাহিত্য অঙ্গনে একজন বহুমুখী লেখক হিসেবে পরিচিত। তিনি গল্প, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণার মাধ্যমে পাঠক-সমাজে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।

নিউজ পাওয়া যায়নি