
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
খ্যাতিমান সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। অধ্যাপক মনজুরুল ইসলামের ফুসফুসের সংক্রমণ কিছুটা কমে এসেছে, তবে তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।
চিকিৎসকের বরাতে সৈয়দ মনজুরুল ইসলামের পারিবারিক বন্ধু ও প্রকাশক মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শ্বাসপ্রশ্বাস এখন স্বাভাবিক হচ্ছে, তবে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) গাড়িতে বসা অবস্থায় তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে দুটি রিং স্থাপন করেন। অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা।
কিন্তু শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। ফুসফুসে পানি জমে ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় রোববার সন্ধ্যায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় তা সরিয়ে নেওয়া হয়।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের অন্যতম শীর্ষ লেখক, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে দীর্ঘদিন ধরে সাহিত্য অঙ্গনে কাজ করছেন।




















