মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৮ অক্টোবর ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশে আলফামার্টের যাত্রা শুরু


Kazi Firms

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড, যা ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। স্থানীয় অংশীদার হিসেবে এই উদ্যোগের সাথে রয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নতুন এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের খুচরা বিক্রয় খাতে আধুনিক রিটেইল প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে জানানো হয়। স্থানীয় উৎপাদকদের পণ্য দ্রুত বিতরণের জন্য আলফামার্ট একটি নতুন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলবে।

অনুষ্ঠানে কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান জানান, এই উদ্যোগে মোট ১২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে, যা কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। আমরা আশা করছি আমাদের রিটেইল চেইনে ৪০ শতাংশ কর্মী নারী হবেন।

যৌথ উদ্যোগের অংশীদার আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ৩০ হাজার স্টোর পরিচালনা করছে, আর অপর অংশীদার জাপানের মিৎসুবিশি করপোরেশনের সোগো শোশা পরিচালনা করছে প্রায় ১৭ হাজার স্টোর।

আলফামার্ট গ্রুপের পরিচালক বুদিয়ান্ত জোকো সুশান্ত বলেন, বাংলাদেশে রিটেইল খাতে অসাধারণ সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আলফামার্টকে সাদরে গ্রহণ করবে।”

মিৎসুবিশি করপোরেশনের প্রতিনিধি হিরোশি ওয়েগিক বলেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও জাপানের অভিজ্ঞতা একত্রে এই উদ্যোগকে একটি সফল ব্যবসায়িক মডেলে পরিণত করবে, যা টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

প্রকল্পের প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় ধাপে আরও ৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে—মোট বিনিয়োগ হবে প্রায় ১২ কোটি ডলার বা ১,৪৬৪ কোটি টাকা। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ দেশের খুচরা বাজারে নতুন গতি ও কর্মসংস্থানের বিস্তর সুযোগ সৃষ্টি করবে।

নিউজ পাওয়া যায়নি