সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৯ অক্টোবর ২০২৫, ২:২৮ অপরাহ্ন
শেয়ার

ডাকসেবার বৈশ্বিক সংযোগে নতুন অঙ্গীকার

বিশ্ব ডাক দিবস আজ


Dak Dibos

আজ (৯ অক্টোবর) সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদ্‌যাপিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। ডাকসেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ ও টেকসই উন্নয়নে ডাক বিভাগের ভূমিকা তুলে ধরতেই প্রতি বছর এ দিনটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি ডাক ভবনের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ বছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য— ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’

দিবসটিকে ঘিরে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ডাক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেল সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পরের দিন, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন— যা ডাক বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

নিউজ পাওয়া যায়নি