
৫, ৯ এর ১৪। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এভাবেই বাড়ছে মৃতের সংখ্যা। ওদিকে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। কিন্তু রাসায়নিক পদার্থের গোড়াউন হওয়ার কারণে কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি সেসময় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ১১টা ৫৬ মিনিটে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।





















