রাজধানীর মিরপুরে শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় নিহত ১৬ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এদের মধ্যে সাতজন নারী ও নয়জন পুরুষ। হাসপাতাল থেকে জানা যায়, অধিকাংশ লাশই আগুনে পোড়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, রাত ৮টা ৩০ মিনিটে কয়েকটি অ্যাম্বুলেন্সে ১৬ লাশ হাসপাতালের মর্গে আনা হয়। হাসপাতালের কয়েকজন কর্মকর্তা বলেন, অধিকাংশ লাশই আগুনে পোড়া অবস্থায় ছিল। তবে লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও সাত ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা দেখায় ফায়ার সার্ভিস।
কারখানার নিচতলা থেকে শুরু হয়ে আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর তৎপরতায় বিকেলে পোশাক কারখানার আগুন বেশ অংশে নিয়ন্ত্রণে আসে। তবে পাশের কেমিক্যাল গোডাউনে আগুন এখনও জ্বলছে।
স্থানীয়রা জানিয়েছেন, কারখানার মধ্যে প্রচণ্ড তাপ ও রাসায়নিকের কারণে নিহতরা দ্রুত অচেতন হয়ে মারা যান। এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে।





















