সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ অক্টোবর ২০২৫, ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান


Nazrul islam khan

বিএনপি নেতা নজরুল ইসলাম খান ।। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, নজরুল ইসলাম খানের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অস্ত্রোপচারের মাধ্যমে পাথর অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে তিনি অধ্যাপক ডা. একিউএম মহসিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ডা. জাহিদ হোসেন জানান, দলের পক্ষ থেকে সিনিয়র এই নেতার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।