সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ অক্টোবর ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
শেয়ার

সবাইকে দূরে থাকতে বলছে ফায়ার সার্ভিস

মিরপুরে রাসায়নিকের গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস


Fire Gas

ঢাকার মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একদিন পার হলেও রাসায়নিক গুদামটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সেখানে সংরক্ষিত রাসায়নিক পদার্থের কারণে দাহ্য গ্যাস ও বিষাক্ত ধোঁয়া তৈরি হয়ে আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ছে, যা শ্বাস-প্রশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বুধবার সকালে সাংবাদিকদের বলেন, আগুন থেকে নির্গত গ্যাসের মধ্যে কিছু বিষাক্ত উপাদান আছে, যা আশপাশের মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে।

তিনি বলেন, ‌‘আমরা সবাইকে অনুরোধ করছি ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকতে। যেহেতু এখানে রাসায়নিক পদার্থ আছে, তাই এটি নেভানো সাধারণ আগুনের মতো সহজ নয়। সঠিকভাবে সংরক্ষিত না থাকলে রাসায়নিক পদার্থের বিক্রিয়া হতে পারে, এমনকি বড় ধরনের বিস্ফোরণও ঘটতে পারে। সে কারণেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগছে।’

ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও সতর্কভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দাহ্য রাসায়নিকের উপস্থিতির কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।