
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাতার চ্যারিটি বাংলাদেশ অফিস হাতে নিয়েছে মাসব্যাপী মানবিক কর্মসূচি ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’। রাজধানীর আগারগাঁওস্থ লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, লায়ন্স ভবনে মঙ্গলবার (১৪ অক্টোবর) এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই মাসব্যাপী কর্মসূচির আওতায় রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে চক্ষু শিবির আয়োজন করবে কাতার চ্যারিটি। এসব শিবিরে প্রায় ২,০০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন এবং অন্যান্য চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, এনডিসি। তিনি বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন কার্যক্রম টেকসই চক্ষু সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাতার চ্যারিটির চলমান কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আলি আল মোতাইর। তিনি বলেন, “কাতার চ্যারিটি প্রায় তিন দশক ধরে বাংলাদেশে কাজ করছে। স্বাস্থ্য, শিক্ষা, পানি, বাসস্থান ও সামাজিক কল্যাণসহ নানা খাতে আমরা মানুষের পাশে আছি। ‘ভিশন ইনিশিয়েটিভ ২০২৫’ হলো সেই ধারাবাহিকতারই অংশ—চোখের একটি ছোট্ট অস্ত্রোপচার একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে। এই উদ্যোগের মাধ্যমে আমরা হাজারো অসহায় মানুষের জীবনে আলো ফিরিয়ে আনতে চাই।”




















