সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৭ অক্টোবর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থালের পাশে ‌‘নোয়াখালী বিভাগ’ দাবিতে অবস্থান


Noakhali Bivag

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থালের পাশে খামারবাড়ি এলাকায় ‌‘নোয়াখালী বিভাগ’ দাবিতে একদন মানুষ অবস্থান নেন। এই দলটির সদস্যদের হাতে দেখা যায় ‘নোয়াখালী বিভাগ চাই’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার। তারা একটানা একই দাবিতে স্লোগান দিতে থাকে। অংশগ্রহণকারীদের অনেকের গায়েই ছিল এক রঙের নীল টি–শার্ট, যাতে নোয়াখালী বিভাগের দাবির পক্ষে বার্তা লেখা ছিল।

বিক্ষোভকারীরা জানান, নোয়াখালীকে কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং আলাদা প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা দিতে হবে—এটাই তাদের মূল দাবি।

খামারবাড়ি এলাকায় এ সময় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও, শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে।

স্থানীয়রা জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু মানুষ এই আন্দোলনে অংশ নেয় এবং স্লোগানের মধ্যেই তাদের অবস্থান কর্মসূচি শেষ হয়।