
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিদেশি কুরিয়ার সার্ভিসের অংশে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সেখানে আগুন লাগে।
আগুনের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছিলেন কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের নিজস্ব টিম একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”





















