সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৯ অক্টোবর ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, শুষ্ক থাকতে পারে আবহাওয়া


Abohawa office
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানী ঢাকার আকাশে আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজ করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। যদিও বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই, তবে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।