সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৯ অক্টোবর ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
শেয়ার

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ


Dkaka college vs Ideal college

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এরপর খবরটি ছড়িয়ে পড়লে উভয় কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়ায়।

অল্প সময়ের মধ্যেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ বলছে, সংঘর্ষের কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।