সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২২ অক্টোবর ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
শেয়ার

শিশু সুরক্ষায় শিশুদের ৬ দফা ইশতেহার


ActionAid

জাতীয় নির্বাচনের আগে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকার, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানিয়ে ৬ দফার একটি শিশু ইশতেহার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার সপ্তাহ–২০২৫’ উপলক্ষে একশনএইড বাংলাদেশের আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক শিশু এ ইশতেহার উপস্থাপন করে।

ইশতেহারে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, মতামত প্রকাশের সুযোগ, সাইবার নিরাপত্তা, জলবায়ু ন্যায়বিচার ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি বাল্যবিবাহ, শিশুশ্রম ও সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগের দাবি জানানো হয়।

‘শিশুদের ক্ষমতায়ন, বাল্যবিবাহের অবসান, ডিজিটাল দুনিয়ায় নিরাপদ শৈশব’ শীর্ষক অনুষ্ঠানে শিশুদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‌‘শিশুদের নিয়ে নীতি প্রণয়নে তাদের মতামত অন্তর্ভুক্ত করা শুধু অধিকার নয়, কার্যকর নীতি প্রণয়নের শর্ত।’

অনুষ্ঠানে বক্তারা শিশুদের নিরাপদ অনলাইন পরিবেশ, ডিজিটাল সাক্ষরতা ও যৌন–প্রজনন স্বাস্থ্য শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দেন। ইউনিসেফ, বিটিআরসি, ডিএমপি ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা একমত হন যে, শিশু সুরক্ষায় আইনি কাঠামো শক্তিশালী করা এবং অভিভাবক ও শিশুদের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশু সংসদের প্রতীকী অধিবেশন এবং ভার্চুয়ালি যুক্ত ৮০ জন শিশু সাংবাদিক শিশু অধিকার ও নিরাপত্তা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরে।