
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচনের সময়সূচি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে পূর্ববর্তী সরকারের কিছু সুবিধাভোগী গোষ্ঠী, তবে এসব প্রচারণায় কোনো প্রভাব পড়বে না।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেসসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু পেইড সুবিধাভোগী নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এদের কথায় কিছুই হবে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর তিনি জোর দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সাংবাদিকতার মান উন্নয়নে নানা প্রস্তাবনা দেন।




















