সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১১ নভেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
শেয়ার

দিল্লি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর ভিত্তিহীন


touhid Hossen

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন

পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, দিল্লি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, ‌‘ভারতের কিছু গণমাধ্যম সবসময় বাংলাদেশকে দোষারোপ করার চেষ্টা করে। এসব কথার কোনো সত্যতা নেই, আর বিশ্বাস করারও কোনো কারণ নেই। কোনও বিবেকবান মানুষ এমন সংবাদ বিশ্বাস করবে না।’

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ শেখ হাসিনার বিচার নিয়ে মন্তব্য করেছে— এমন দাবি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘জাতিসংঘ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। যদি কখনো তারা কোনো মন্তব্য করে, সরকার সে অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।’

সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা ‘থিংক টোয়াইস অ্যাক্ট’-এর প্রতিবেদনে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে উত্থাপিত প্রশ্ন সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার মুখে পড়বে— এমন আশঙ্কা আমরা দেখছি না।’