বুধবার । ডিসেম্বর ৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ নভেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
শেয়ার

খুলনায় আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহত


Khulna District Card

খুলনায় আদালতের প্রধান গেটের সামনের সড়কে প্রকাশ্য দিবালোকে দৃর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা আদলতে হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌঁনে ১টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের নাম একজনের নাম ফজলে রাব্বি রাজন এবং অন্যজনের নাম হাসিব। হাসিব ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রাজনের।

নিহত দুইজন সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আসামিরা দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।