
ফাইল ছবি
চলতি নভেম্বর মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ হাজার কোটি। রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স। একই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২৭ কোটি ৯৫ লাখ ডলার। এছাড়া সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—মোট ১৮৭ কোটি ৯০ লাখ ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে আরও ৫৫ লাখ ডলার রেমিট্যান্স।
এর আগে চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে ১০১ কোটি ৪৯ লাখ ডলার বা ১০ দশমিক ১৫ বিলিয়ন বৈদেশিক অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা।



























