বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২০ জানুয়ারী ২০১৮, ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের ভয়ংকর সুন্দর শীত


উত্তরের অঙ্গরাজ্যগুলোর কয়েকটিতে তাপমাত্রার রেকর্ড পরিমাণ কমে গেছে। মিনেসোটা, পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক,নিউ হ্যাম্পশায়ার, শিকাগো ও কানসাসের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কানাডার কিছু অংশে মঙ্গল গ্রহের চেয়েও বেশি শীত পড়েছে বলে সেখানকার আবহাওয়া কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।

তবে এই শীতের, এই তুষারপাতেরও যে সৌন্দর্য থাকে সেটাও অনুভব করেন অনেকে। যুক্তরাষ্ট্রের বোস্টনের ষাটোর্ধ লিজা গ্রীন এবারের এই বাড়তি শীতটা কাটাচ্ছেন অন্যভাবেই। ঘুরে বেড়াচ্ছেন জমাট বাঁধা বনের ভেতরে। হেঁটে বেড়াচ্ছেন জমে যাওয়া লেকের ওপর দিয়ে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত শিক্ষিকার এখনকার নেশা ছবি তোলা। চলতি মাসের শেষ দিকে তার তোলা কিছু ছবি দেখে মনে হয় তীব্র শীতের কেবল ভয়ংকর রূপই থাকে না, কিছু ভয়ংকর সুন্দরও থাকে…

liza-green

শীতের ফলেরা পরেছে বরফের পোশাক

liza-green

তুষারে জমাট বাঁধা বন

liza-green

স্পটিক রূপ পাওয়া পাইনের পাতারা

liza-green

বরফের জ্যাকেট পরা শাখা

liza-green

জমে যাওয়া হ্রদ

liza-green

শীতল সুন্দর

liza-green

পাতা থেকে নেমে আসা জমাট জলের ধারা

liza-green

শীতের সুন্দর

liza-green

শীত আর তুষারে নতুন পাতা

liza-green

মৃত ঘাসে বরফের প্রাণ

liza-green

বরফের ফুল

liza-green

লিজা গ্রীন, এবারের এই বাড়তি শীতটা কাটাচ্ছেন অন্যভাবেই

নিউজ পাওয়া যায়নি