
নিউইয়র্কে প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি কনস্যুলেট থেকেই এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন, যা সরকারি সেবা গ্রহণসহ ও ভবিষ্যতে পোস্টাল ব্যালটে ভোটদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (৩ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির সিনিয়র নেতাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এই কার্যক্রম সরকারের প্রবাসীদের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি ও মায়ামিসহ অন্যান্য বাংলাদেশি মিশনেও পর্যায়ক্রমে এ সেবা চালু হবে।
কনসাল জেনারেল মোজাম্মেল হক জানান, এনআইডি সেবাকে সফল করতে কনস্যুলেট সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি তিনি প্রবাসী নেতাদের প্রতি এ সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ সোসাইটি ও বিভিন্ন সংগঠনের নেতারা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, সরকার দক্ষতার সঙ্গে প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবে।
এদিকে এনআইডি কার্যক্রম শুরু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। অনেকেই একে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হিসেবে উল্লেখ করে সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।





























