রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ নভেম্বর ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার

এবার দক্ষিণ মেরুর তিন কিলোমিটার খুঁড়বেন চীনা গবেষকরা


antertica

অ্যান্টার্কটিকার রহস্য উন্মোচন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করতে চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযান দল শনিবার শাংহাই থেকে যাত্রা শুরু করেছে।

৪৫তম অ্যান্টার্কটিক অভিযানের প্রধান বিজ্ঞানী ওয়েই ফুহাই জানিয়েছেন, এবারের অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলো—অ্যান্টার্কটিকার বরফের গভীরে থাকা হ্রদগুলোয় প্রথমবারের মতো ড্রিলিং-গবেষণা চালানো।

ওয়েই ফুহাই বলেন, ‘সম্পূর্ণ চীনের প্রযুক্তিতে তৈরি তাপ-গলন ড্রিলিং সিস্টেম ব্যবহার করে আমরা তিন হাজার মিটারেরও বেশি পুরু বরফের স্তর ভেদ করে নমুনা সংগ্রহ করবো।’

অ্যান্টার্কটিকার হিমবাহের নিচে থাকা হ্রদগুলোয় আছে উচ্চ চাপ, নিম্ন তাপমাত্রা ও নিকষ অন্ধকার, যেখানে রয়েছে এক অনন্য বাস্তুসংস্থান এবং অতীতের বিভিন্ন সময়ের জলবায়ু পরিবর্তনের চিহ্ন।