
সংগৃহীত ছবি
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে অবিশ্বাস্য উত্তেজনার ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
মূল ম্যাচে একের পর এক ভুলে ম্যাচ যখন হাতছাড়া হওয়ার পথে, তখনই সুপার ওভারে দুর্দান্ত বোলিং উপহার দেন রিপন মন্ডল। তাঁর প্রথম দুই বলে দুই উইকেট হারায় ভারত। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। যদিও সেই সহজ লক্ষ্যও কঠিন করে তোলে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত একটি ওয়াইড বলেই নিশ্চিত হয় জয়।
এর আগে ২০ ওভারের ম্যাচে দারুণ নাটকীয়তা দেখা যায়। বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের জবাবে শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান, হাতে ছিল ৫ উইকেট। ঠিক সেই সময় বল হাতে রিপন মাত্র ৫ রান দেন এবং তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
শেষ বলে জয়ের জন্য ভারত ‘এ’ দলের দরকার ছিল ৪ রান। রাকিবুল ইসলামের বলে লং অনে মারেন হার্শ দুবে। সেই বল বাউন্ডার থেকে কুড়িয়ে পাঠান জিশান আলম। দ্বিতীয় রান সম্পন্ন করার আগেই দুবেকে রানআউট করতে গিয়ে স্টাম্প মিস করেন অধিনায়ক আকবর আলী। সুযোগ পেয়ে আরও একটি রান নিয়ে হেরে যাওয়া ম্যাচ ড্র করে ফেলে ভারত। ফলে খেলা চলে যায় সুপার ওভারে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক সূচনা করে বাংলাদেশ ‘এ’। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ৪.২ ওভারে তোলেন ৪৩ রান। জিসান ১৪ বলে ২৬ রান করে ফিরলেও সোহান একপ্রান্ত ধরে খেলে ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। মাঝখানে কয়েকটি উইকেট দ্রুত হারালেও শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে ইনিংস থামে ৬ উইকেটে ১৯৪ রানে।




























