শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৩০ নভেম্বর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
শেয়ার

সাগর-রুনি হত্যা মামলা: ১২২ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ


১২১তম বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

আজও আদালতে জমা পড়লোনা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। এ নিয়ে এই মামলায় মোট ১২২ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো।

রবিবার (৩০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজও প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ধার্য  করেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের  উপ পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি  নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ঘটনার এক যুগ পর, ২০২৪ সালের ৪ নভেম্বর, মামলার তদন্তের দায়িত্ব র‍্যাবের কাছ থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সেই সময় থেকেই পিবিআই নতুন করে তদন্ত কার্যক্রম শুরু করে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি, রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

এই ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। শুরুতে তদন্ত করে থানার পুলিশ, পরে হস্তান্তর করা হয় ডিবি পুলিশের কাছে।

তবে তদন্তের অগ্রগতি না থাকায় হাইকোর্ট ২০১২ সালের ১৮ এপ্রিল ডিবিকে ব্যর্থতার দায় স্বীকারে বাধ্য করে এবং পরবর্তী তদন্তের দায়িত্ব দেয় র‍্যাবকে।

দীর্ঘ তদন্ত শেষে বর্তমানে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুইজন জামিনে মুক্ত, বাকি ছয়জন কারাগারে রয়েছেন।