রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩০ সেপ্টেম্বর ২০১৩, ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার

জাপানে জাহাজ ডুবি : চীনের ক্রু গ্রেফতার


টোকিও, ৩০ সেপ্টেম্বর:

জাপানের কোস্টগার্ড সোমবার জানিয়েছে, তাদের দেশের একটি জাহাজের সাথে সিয়েরা লিওনের জাহাজের সংঘর্ষের ঘটনায় তারা চীনের এক ক্রু’কে গ্রেফতার করেছে। ওই দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটে এবং এখনো একজন নিখোঁজ রয়েছে।

다운로드কর্মকর্তা জানান, শুক্রবার জাপানের ইফুকু মারু-১৮ জাহাজের সাথে সিয়েরা লিওনের জিয়া হুই জাহাজের সংঘর্ষের সময় ঝিয়া হং-বো (৩৫) ক্রু’র দায়িত্ব পালন করছিলেন।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, ছোট জাহাজের সাহায্যে এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছে। ভোররাতে এ দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চীনের ক্রু ঝিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, টোকিও’র একশ’ কিলোমিটার দক্ষিণে জাপানের ইজুশিমা দ্বীপের জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। সূত্রঃ বাসস