২৫ জুন ২০১৪:
গত সোমবার থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে গুগল গ্লাস বিক্রি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে শীর্ষ মার্কিন সার্চ ইঞ্জিন গুগলের এ পণ্য বিক্রি শুরু হয়েছে। ১ হাজার পাউন্ডে যুক্তরাজ্যের গ্রাহকরা পণ্যটি কিনতে পারবেন। খবর এনডিটিভি।
উদ্ভাবনের পর থেকেই গুগলের এ পণ্যটি নিয়ে গ্রাহক ও বিশ্লেষক পর্যায়ে বেশ আলোচনা চলছে। গত মে মাসে গুগল গ্লাস যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয়। যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য পণ্যটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫০০ ডলার। তখন থেকেই বিশ্বের অন্যান্য দেশের গ্রাহকরা গুগল গ্লাস কবে তাদের দেশে আসবে সেজন্য অপেক্ষা শুরু করে। যুক্তরাজ্যের মাধ্যমে প্রথম দেশের বাইরে এ পণ্য বিক্রি শুরু করল গুগল। মার্কিন সার্চ ইঞ্জিনের স্মার্ট চশমাটির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা সম্প্রতি এ বিষয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাসে বেশকিছু মন্তব্য করেন। তাদের জানানো তথ্যমতে, যুক্তরাজ্যের পরে আরো অনেক সম্ভাবনাময় বাজারে পণ্যটি ছাড়া হতে পারে।
স্মার্ট চশমাটি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করতে গুগল বেশকিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। এর মধ্যে অন্যতম হচ্ছে রে-বেন, ওকলি, অ্যালেইন মিকলি ও ভগ-আইওয়্যার। এ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে ইতালিয়ান প্রতিষ্ঠান লুক্সোটিকা।
এ চুক্তির অধীনে গুগল লুক্সোটিকার জন্য স্মার্ট চশমা তৈরি করবে। এ স্মার্ট চশমাটি ২০১৫ সালের মধ্যে বাজারে ছাড়ার কথা রয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গুগল যুক্তরাষ্ট্রের স্মার্ট চশমার বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলে অভিমত বাজার বিশ্লেষকদের।
গুগল প্রথমে এ স্মার্ট চশমাটি যুক্তরাষ্ট্রের বাজারে একদিনের জন্য ছাড়ে। পরে গ্রাহক চাহিদা লক্ষ্য করে স্থায়ীভাবে পণ্যটি বাজারে আনার পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যের বাজারে এসেছে গুগলের এ পণ্যটি।
গুগল গ্লাস নিয়ে এরই মধ্যে বেশকিছু নেতিবাচক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গুগল গ্লাস পরিধানে দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। কিন্তু এ বিষয়ে গুগল গ্লাস কর্মকর্তারা জানান, গুগল গ্লাসের মাধ্যমে চোখের সমস্যা হওয়ার কোনো কারণ নেই। শুরুতে গ্লাসটি পড়লে কিছুটা অস্বস্তি বোধ হতে পারে। আর এ অস্বস্তি থেকেই সমস্যার কথা আসছে বলে দাবি করেন গুগল গ্লাস কর্মকর্তারা।
এ ধরনের নেতিবাচক প্রতিবেদনের কারণে যুক্তরাষ্ট্রে গুগল গ্লাস বিক্রিতে খুব বেশি প্রভাবিত হয়নি বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বিবিধ সুবিধার কারণে গুগলে এ চশমাটি যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। যুক্তরাজ্যের বাজারেও একইভাবে চশমাটি সাড়া পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে যুক্তরাজ্যের পর কোন কোন দেশের বাজারে চশমাটি ছাড়া হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।সুত্রঃ বণিকবার্তা
























