সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১ সেপ্টেম্বর ২০১৪, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ান ভাষা থেকে অন্যভাষায় অনুবাদের মোবাইল অ্যাপ


কোরিয়ান ভাষা থেকে ইংরেজি, চায়নিজ, জাপানিজ ভাষায় অনুবাদ করে দিবে মোবাইল এপ্লিকেশন ‘জিনি টক’। আজ ইনছন এয়ারপোর্টে এপ্লিকেশনটি আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়। কোরিয়ায় ভ্রমণকারী পর্যটকদের সুবিধার্তে এই এপ্লিকেশনটি তৈরী করা হয়েছে। এপ্লিকেশনটি যেকোন অ্যাপস স্টোর থেকে ‘Genie Talk’ লিখে ডাউনলোড করা যাবে। দ্যা ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইনস্টিটিউট (ETRI) এই এপ্লিকেশন ডেভেলপ করেছে।

PYH2014090105980031500_P2