
জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের লড়াইয়ে নামছেন রক্ষণশীল রাজনীতিক সানা তাকাইচি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। নির্বাচিত হলে তাকাইচিই হতে পারেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। খবর কিয়োডো নিউজ।
এলডিপির শীর্ষ উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক করার পর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাকাইচি তার এই সিদ্ধান্তের কথা জানান।
৬৪ বছর বয়সী এই নেত্রী সাংবাদিকদের বলেন, এখন আমাদের দরকার এমন এক রাজনৈতিক ধারা, যা মানুষকে ভয়-আশঙ্কার পরিবর্তে আশা ও ভবিষ্যতের ভরসা দিতে পারে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি নিজের নীতি ও কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরবেন।
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য দলীয় নেতৃত্ব নির্বাচনে তাকাইচি কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। জিজি প্রেস পরিচালিত এক জরিপে দেখা গেছে, কোইজুমি পেয়েছেন ২৩.৮ শতাংশ জনসমর্থন, আর তাকাইচি রয়েছেন তার পরেই—২১ শতাংশ সমর্থন নিয়ে।
এবারের প্রতিযোগিতায় আরও প্রার্থী হতে পারেন প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশি।























