
দক্ষিণ গাজার রাফাহ শহরে সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর ও টাইমস অব ইসরায়েল।
সামরিক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছেন একজন কর্মকর্তা ও তিনজন সেনা। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে সেনাবাহিনী।
তারা হলেন- মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট ইটান আভনার বেন ইৎজহাক (২২), লেফটেন্যান্ট রন অ্যারিয়েলি (২০)।
নিহত চারজনই বাহাদ ১ অফিসার্স স্কুলের ‘ডেকেল ব্যাটালিয়ন’-এ দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে তিন ক্যাডেটকে মরণোত্তর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।
এই চার সেনার মৃত্যু গাজায় সর্বশেষ ইসরায়েলি হতাহতের ঘটনা। এর আগে মাত্র ১০ দিন আগে গাজা সিটির উপকণ্ঠে হামাসের এক হামলায় আরও চার সেনা নিহত হয়েছিলেন।
ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) চলতি সপ্তাহের শুরুতে গাজা সিটিতে বৃহৎ স্থল অভিযান শুরু করেছে। কয়েক সপ্তাহের প্রস্তুতি শেষে তারা উত্তর গাজা দখলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।























