মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষ কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে গুনতে হবে এক লাখ ডলার


trump

ফাইল ছবি

দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে এখন থেকে গুনতে হবে এক লাখ ডলার। শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচ-ওয়ানবি ভিসা প্রোগ্রামে আবেদনকারীদের অতিরিক্ত এক লাখ ডলার বা ৭৪ হাজার পাউন্ড ফি দিতে হবে। আগে প্রশাসনিক খরচ বাবদ ভিসার জন্য ব্যয় হতো প্রায় এক হাজার ৫০০ ডলার।

ভিসার নির্ধারিত অর্থ না দেওয়া কিংবা অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য এক মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে দ্রুত ভিসা প্রদানের বিনিময়ে নতুন ‘গোল্ড কার্ড’ পদ্ধতিও চালু করেছেন ট্রাম্প।

ট্রাম্পের এ সিদ্ধান্তকে ‘কফিনে পেরেক ঠোকার’ মতো আখ্যা দিয়েছেন অভিবাসন আইনজীবীরা। তাদের মতে, এই এক লাখ ডলারের চাপ ছোট ও মাঝারি আকারের কোম্পানিগুলোর পক্ষে সামলানো অসম্ভব হয়ে উঠবে। প্রযুক্তি খাতসহ বিভিন্ন শিল্পে প্রতিযোগিতা স্থবির হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এতদিন এইচ-ওয়ানবি ভিসা কর্মসূচির সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, অ্যাপল, মেটা ও ভারতীয় টেক জায়ান্ট টাটা। তবে নতুন খরচের বোঝা এ খাতে নাটকীয় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ পাওয়া যায়নি