মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শেয়ার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল


Palestine

ইউরোপের দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) দেশটির সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের আগে সিদ্ধান্তটি কার্যকর করা হবে। এ নিয়ে গত সপ্তাহে যুক্তরাজ্য সফরকালে ইঙ্গিত দিয়েছিলেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল।

গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর থেকে পর্তুগালের ওপরও একই ধরনের চাপ বাড়তে থাকে। সে সময় সতর্ক অবস্থান নিলেও এবার দেশটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য দেশের মধ্যে ইতোমধ্যেই সুইডেন, সাইপ্রাসসহ কয়েকটি সাবেক কমিউনিস্ট রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে সংখ্যায় তা এখনও অল্প।

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন ইস্যু বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গও শিগগিরই একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।

নিউজ পাওয়া যায়নি