মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার

টিকটক ইস্যুতে অগ্রগতির দাবি ট্রাম্পের, চীন সফরের ঘোষণা


Trump XI

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় জনপ্রিয় অ্যাপ টিকটক বিক্রির বিষয়ে অগ্রগতি হয়েছে। শুক্রবার ট্রাম্প আরও ঘোষণা দেন যে তিনি আগামী বছর তিনি চীন সফর করবেন।

ওয়াশিংটন থেকে এএফপির খবরে বলা হয়, হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ও শি দ্বিতীয়বার টেলিফোনে কথা বলেন। এক সময় চীনের কড়া সমালোচক হলেও ট্রাম্প এখন সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তিনি জানান, টিকটক বিক্রির চুক্তিতে শি অনুমোদন দিয়েছেন, তবে আনুষ্ঠানিক স্বাক্ষর এখনও বাকি।

চীন অবশ্য সতর্ক অবস্থান নিয়েছে। বেইজিং বলছে, টিকটক ইস্যুতে সমাধান অবশ্যই বাজারের নিয়ম ও চীনা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগকারীদের জন্য বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত বছর টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে মার্কিন কার্যক্রম বিক্রি করতে বাধ্য করার আইন পাস করে। না হলে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। তরুণ মার্কিনদের মধ্যে অ্যাপটির ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সমালোচকদের দাবি, অ্যাপটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং কনটেন্টে প্রভাব বিস্তারের হাতিয়ার হতে পারে।

ট্রাম্প নিজেও টিকটকের নিয়মিত ব্যবহারকারী। নির্বাচনী প্রচারণার সময় অ্যাপটির সম্ভাব্য নিষেধাজ্ঞা স্থগিত রেখে তিনি আবারও আলোচনার পথ খোলা রাখেন। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে প্রযুক্তি কোম্পানি ওরাকল এবং ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন মার্কিন ধনকুবেরের নাম শোনা যাচ্ছে।

টিকটক ছাড়াও দুই দেশের আলোচনায় ইউক্রেন যুদ্ধ, বাণিজ্যিক শুল্ক ও ভূরাজনৈতিক উত্তেজনার বিষয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, শি জিনপিং ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এ বিষয়ে বেইজিং সরাসরি কিছু জানায়নি।

আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে ট্রাম্প ও শি’র মুখোমুখি বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময়ে ট্রাম্প চীন সফর করবেন এবং শি মার্কিন সফরে আসবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সম্পর্ক সম্প্রতি কিছুটা উন্নতির ইঙ্গিত দিলেও টিকটক ইস্যুতে চূড়ান্ত সমঝোতা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

নিউজ পাওয়া যায়নি