
আন্তর্জাতিক পূর্বাভাস প্রতিযোগিতা মেটাকুলাস কাপে (Metaculus Cup) শীর্ষ মানব পূর্বাভাসদাতাদের পিছনে ফেলে আলোচনায় এসেছে ব্রিটিশ এআই স্টার্টআপ ম্যানটিক এআই (ManticAI)।
প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় অষ্টম স্থান অর্জন করেছে।
গ্রীষ্মকাল জুড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে ৬০টি গুরুত্বপূর্ণ ঘটনার সম্ভাবনা পূর্বাভাস দিতে হয়—যেমন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্ব, কিংবা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে কেমি বাডেনকের অপসারণের মতো রাজনৈতিক বিষয়।
মেটাকুলাসের প্রধান নির্বাহী ডেগার তুরান বলেন, “ম্যানটিক-এর পারফরম্যান্স অত্যন্ত চমকপ্রদ। ২০২৯ সালের মধ্যে এআই মানব পূর্বাভাসদাতাদের সমকক্ষ বা তার চেয়েও এগিয়ে যাবে বলে ধারণা করছি।”
ম্যানটিক -এর সহ-প্রতিষ্ঠাতা টোবি শেভলেন বলেন, “অনেকে মনে করেন এআই শুধু প্রশিক্ষণ ডেটা পুনরাবৃত্তি করে। কিন্তু ভবিষ্যৎ পূর্বাভাস দেওয়া তার চেয়ে আলাদা। আমাদের এআই সিস্টেম অনেক সময় মানব পূর্বাভাসদাতাদের গড় অনুমানের সাথে একমত হয়নি, বরং ভিন্নমত দিয়েছে—যা এক ধরনের ‘গ্রুপথিংক’-এর বিকল্প হিসেবে কাজ করেছে।”
যদিও শীর্ষ মানব পূর্বাভাসদাতারা এখনও এগিয়ে, বিশেষজ্ঞরা মনে করছেন এআই দ্রুত উন্নতি করছে। সুপার ফোরকাস্টিং বইয়ের সহলেখক ফিলিপ টেটলক সাম্প্রতিক এক গবেষণায় দেখিয়েছেন মানুষ গড়ে এখনও সেরা এআই মডেলের চেয়ে ভালো করছে।
তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতে পূর্বাভাসের ক্ষেত্রে মানুষ ও এআই-এর যৌথ প্রয়াসই সবচেয়ে কার্যকর হবে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান























