মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ সেপ্টেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৭৫ ফিলিস্তিনি নিহত


gaza

ফাইল ছবি

অবরুদ্ধ গাজায় টানা ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০৪ জন। একই সময়ে ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে চারজনের। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে প্রতিদিনই প্রাণহানি বাড়ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৮৩ জনে। খবর মিডল ইস্ট আই।

এদিকে অপুষ্টি ও ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যাও ক্রমেই বাড়ছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সর্বশেষ চারজন যুক্ত হওয়ায় এ ধরনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে। এদের মধ্যে ১৪৭ জন শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো আগে থেকেই সতর্ক করে আসছিল যে, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা বাস্তবে রূপ নিচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত বোমাবর্ষণে অসংখ্য বাড়িঘর ও ভবন ধসে গেছে। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে। অব্যাহত হামলার কারণে উদ্ধারকর্মীরা সেগুলো বের করতে হিমশিম খাচ্ছেন।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, গাজায় মানবিক সংকট ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। সীমিত পরিমাণ ত্রাণ প্রবেশ করলেও তা কয়েক মিলিয়ন মানুষের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে মানুষ খাদ্য, পানি ও ওষুধের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে একের পর এক যুদ্ধবিরতির দাবি উঠলেও ইসরায়েলি অভিযান থামছে না। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় গাজার বেসামরিক জনগণ এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখোমুখি।

নিউজ পাওয়া যায়নি