মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শেয়ার

ইউক্রেন যুদ্ধের অর্থদাতা চীন-ভারত: ট্রাম্প


Trump UN 2

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারত ও চীনকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের “প্রধান অর্থদাতা” হিসেবে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, উভয় দেশ রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখায় যুদ্ধ অর্থনৈতিকভাবে টিকে আছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “চীন ও ভারত রাশিয়ার তেল কিনছে, এভাবেই তারা যুদ্ধের প্রধান অর্থদাতা হয়ে উঠেছে। ন্যাটো দেশগুলোও রাশিয়ার জ্বালানি ও পণ্য আমদানি যথেষ্ট পরিমাণে বন্ধ করেনি। এর মানে দাঁড়ায়, তারা নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থায়ন করছে।”

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, যদি রাশিয়া শান্তি চুক্তিতে রাজি না হয়, তবে ওয়াশিংটন কঠোর শুল্ক আরোপের জন্য প্রস্তুত। তার বিশ্বাস, এতে রক্তক্ষয় দ্রুত বন্ধ হবে। তিনি ইউরোপীয় দেশগুলোকে এই পদক্ষেপে যুক্ত হওয়ার আহ্বান জানান।

ট্রাম্প আরও দাবি করেন, ক্ষমতায় ফেরার পর তিনি ইতোমধ্যে সাতটি আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েল-ইরান, পাকিস্তান-ভারত, আর্মেনিয়া-আজারবাইজান ও সার্বিয়া-কসোভোর মতো দীর্ঘমেয়াদি উত্তেজনা।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ মন্তব্য ভারত ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করতে পারে।

নিউজ পাওয়া যায়নি