মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

জাতিসংঘে গাজার বিপন্ন মানুষের ছবি দেখালেন এরদোয়ান


Erdogan

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘ আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে গাজায় চলমান মানবিক সংকটের ভয়াবহতা তুলে ধরেছেন। নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত “ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন” বিষয়ক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি গাজার ক্ষুধার্ত মানুষের একটি ছবি প্রদর্শন করেন।

এরদোয়ান বলেন, গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি প্রাণ ঝরেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যার সামান্য বিবেকও আছে, সে এমন হত্যাযজ্ঞের মুখে নিশ্চুপ থাকতে পারে না।

তিনি জোর দিয়ে বলেন, এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে।

এরদোয়ান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাম্প্রতিক পদক্ষেপ—বিশেষ করে একাধিক দেশ কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত—দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে গতি আনবে। এ সিদ্ধান্তকে তিনি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

নিউইয়র্ক সময় মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন। সেখানে তিনি বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্বারোপ করবেন।

নিউইয়র্কে রওনা হওয়ার আগে তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন, এবারের অধিবেশনের বিশেষত্ব হলো—অনেক দেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তার বিশ্বাস, এই স্বীকৃতির ধারা মধ্যপ্রাচ্যে দুই-রাষ্ট্র সমাধানের নতুন পথ উন্মোচন করবে।

নিউজ পাওয়া যায়নি