মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫০’র বেশি, জাতিসংঘের উদ্বেগ


Gaza

ইসরায়েলের নতুন করে চালানো বোমা হামলায় গাজায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, গাজা সিটিতে ইসরায়েলি সেনারা ‘ভয় সৃষ্টি করছে’ এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সবচেয়ে ভয়াবহ হামলাগুলো হয়েছে গাজা সিটিতে। ইসরায়েল শহরের প্রধান নগরকেন্দ্র দখল করতে অভিযান চালাচ্ছে। অন্যদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলায় বিস্ফোরণ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ইসরায়েল আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল, সমুদ্রপথে অবরোধ ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৩৮২ জন নিহত এবং এক লাখ ৬৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, যুদ্ধ বন্ধ না হলে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ হবে।

অন্যদিকে, ইসরায়েল জানায়, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের দেশে এক হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই তারা এই অভিযান চালাচ্ছে।

নিউজ পাওয়া যায়নি