মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টাকে ক্লাব ডি মাদ্রিদে যোগদানের আহ্বান


DR-Younus

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ক্লাব ডি মাদ্রিদের সভাপতি এবং স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি ড্যানিলো টার্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে তার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড্যানিলো টার্ক প্রফেসর ইউনূসকে ক্লাব ডি মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানান। তিনি ক্ষুদ্রঋণ খাতে প্রফেসর ইউনূসের অগ্রণী অবদানের প্রশংসা করে এর বৈশ্বিক প্রভাবের ওপর আলোকপাত করেন।

টার্ক বলেন, “আমাদের ইভেন্টে আপনার উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয় হবে। বাংলাদেশে বর্তমানে যে গণতান্ত্রিক রূপান্তর চলছে, সে সম্পর্কে আপনার অন্তর্দৃষ্টি আমরা অত্যন্ত মূল্যবান মনে করি।” তিনি গত জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই গণআন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। বিশ্ব নেতাদের উচিত এ ধরনের রূপান্তর গভীরভাবে বোঝার চেষ্টা করা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক চর্চা ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার জোরদারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এখনও পথ খুঁজছি দেশকে কীভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণ করছি। আমাদের মনোযোগ এই লক্ষ্যেই রয়েছে।” বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

নিউজ পাওয়া যায়নি