
সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত
ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসনের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বলিউডের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস-এ আমির খানের অভিনীত ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি বাস্তবে তার জীবনকাহিনি থেকে অনুপ্রাণিত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর আওতায় তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ রাতেই বা শনিবার সকালে লাদাখের বাইরে সরিয়ে নেওয়া হতে পারে। এ সময় গুজব ঠেকাতে লাদাখে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।
এর মাত্র একদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অলাভজনক সংগঠন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের বিদেশি তহবিল গ্রহণের নিবন্ধন বাতিল করে।
সম্প্রতি লাদাখে রাজ্যের দাবিতে সহিংস আন্দোলনে চারজন নিহত ও অন্তত ৯০ জন আহত হন। সরকার অভিযোগ করছে, উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছেন ওয়াংচুক। তবে তিনি এনডিটিভিকে জানিয়েছেন, তার সংগঠন কোনো বিদেশি অনুদান নেয় না, বরং জাতিসংঘ ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করে থাকে এবং সব কর নিয়মিত পরিশোধ করেছে।
র্যামন ম্যাগসেসে পুরস্কারজয়ী (২০১৮) ওয়াংচুক দাবি করছেন, আন্দোলনের লক্ষ্য কেবল রাজ্যের মর্যাদা আদায় নয়; লাদাখের আদিবাসী সম্প্রদায়ের টিকে থাকার জন্য সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় বিশেষ সুরক্ষা নিশ্চিত করাও তার দাবি।
মানবিক আবেদন জাগানো এই আন্দোলনের মুখ হয়ে ওঠা ওয়াংচুকের গ্রেপ্তার এখন লাদাখ ও গোটা ভারতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।























