
ফাইল ছবি
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলায় একদিনে আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ গেছে ৩০ জনের।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এনিয়ে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা সাড়ে ৬৫ হাজার ছাড়িয়েছে।
এছাড়া শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অনাহারে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এনিয়ে উপত্যকাটিতে অনাহারে ১৪৭ শিশুসহ মারা গেল ৪৪০ ফিলিস্তিনি।
তীব্র বোমা হামলার মধ্যেই গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফিলিস্তিনিরা। প্রাণ হারানোর ঝুঁকিতে রয়েছেন গাজায় আহতদের চিকিৎসা দিতে যাওয়া বিদেশী চিকিৎসকেরাও। ইসরায়েল উত্তর গাজার একমাত্র করিডোর বন্ধ রাখায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে।
এদিকে, শিগগিরি গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির চুক্তি হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।























