বুধবার । ডিসেম্বর ১০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:৪০ অপরাহ্ন
শেয়ার

আলজেরিয়ায় ফরাসি বন্দির শিরশ্ছেদ


Gordelএবার এক ফরাসি নাগরিকের শিরশ্ছেদ করে ভিডিও প্রকাশ করেছে আলজেরিয়ান একটি সন্ত্রাসী সংগঠন।

হার্ভ গোরদেল নামে ওই ফরাসি পর্যটককে রোববার আটকের পর বুধবার তার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে জুন্দ আল-খলিফা নামে সন্ত্রাসী সংগঠনটি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গোরদেলের শিরশ্ছেদের আগে মঙ্গলবার ফ্রান্সকে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলা বন্ধে ২৪ ঘণ্টা সময় বেধে দেয় জুন্দ আল-খলিফা।

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কাবিলি অঞ্চল থেকে অপহৃত হয়েছিলেন ৫৫ বছর বয়সী গোরদেল।

 

নিউজ পাওয়া যায়নি