মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় জলবায়ু ইস্যুতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ


seoul-rallyদক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এসময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন, যেখানে তিনি জলবায়ু পরিবর্তনকে “সবচেয়ে বড় প্রতারণা” বলে অভিহিত করেছিলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সিউলের প্রধান সড়কগুলোতে ব্যানার-ফেস্টুন হাতে তরুণ-তরুণী, শিক্ষার্থী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। স্লোগানে উঠে আসে পরিবেশ রক্ষার দাবি ও ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা। অনেকেই সবুজ পোশাক ও মাস্ক পরে অংশ নেন, যা পরিবেশ সুরক্ষার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আয়োজকদের দাবি, শুধু সিউল নয়, দেশের বিভিন্ন শহরেও ছোট ছোট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনকে ‘মিথ্যা’ বলা বৈজ্ঞানিক সত্য অস্বীকার করার সমান। এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাষায়, “ট্রাম্প জলবায়ু সংকটকে উপহাস করে আমাদের ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলছেন। আমরা চুপ থাকতে পারি না।”

পরিবেশবাদীদের মতে, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ, অথচ দেশটির প্রেসিডেন্ট সংকটকে হালকাভাবে নিচ্ছেন। এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনকেও দুর্বল করছে।

বিক্ষোভকারীরা দক্ষিণ কোরিয়া সরকারকেও আহ্বান জানান, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান নেয় এবং দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হয়। আয়োজকদের দাবি, বর্তমান নীতিমালা যথেষ্ট নয়, এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিশ্লেষকদের মতে, এই আন্দোলন কেবল পরিবেশ ইস্যুতে সীমাবদ্ধ নয়; এটি মার্কিন প্রেসিডেন্টের নীতির বিরুদ্ধেও সামাজিক প্রতিবাদ। বিশ্বজুড়ে জলবায়ু সংকটকে অস্বীকার বা খাটো করে দেখার প্রবণতার বিরুদ্ধে সিউলের এই বিক্ষোভ এক শক্ত বার্তা দিয়েছে।

নিউজ পাওয়া যায়নি