মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়াল


Gaza

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা শহর

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া দুই লাশসহ মোট ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৩৭৯ জন। ফলে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৬২ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্যের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, আহত হয়েছেন ৬৬ জন।

এতে বলা হয়, গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৬ জনে। আর আহত হয়েছেন ১৮ হাজার ৭৬৯ জনেরও বেশি মানুষ।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া উপত্যকাজুড়ে চলমান যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৬ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক লাখ ৬৮ হাজার ১৬২ জন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ পাওয়া যায়নি