
ভারতীয় নাগরিক শচীন ও তার পেট থেকে বেরোনো চামচ ও টুথব্রাশ। ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশে এক মাদকাসক্ত যুবকের পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হলো ২৯টি স্টিলের চামচ, ১৯টি টুথব্রাশ ও দুটি কলম।
৩৫ বছর বয়সী শচীন নামের ওই যুবককে ক্ষুধার্ত অবস্থায় গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, সেখানে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো, কখনো দিনে একটি বিস্কুটও মিলত না। ক্ষোভে তিনি খাবারের বদলে বাসনপত্রের চামচ ও টুথব্রাশ গিলে ফেলতেন।
প্রচণ্ড পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে এক্স-রে ও সিটি স্ক্যানে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। প্রথমে এন্ডোস্কোপি করে জিনিসপত্র বের করার চেষ্টা ব্যর্থ হলে পরে অস্ত্রোপচার করে সেগুলো অপসারণ করা হয়।
চিকিৎসক শ্যাম কুমার জানিয়েছেন, এ ধরনের ঘটনা সাধারণত মানসিক সমস্যায় ভোগা রোগীদের মধ্যেই দেখা যায়। শচীন মাদকাসক্তির পাশাপাশি মানসিক অসুস্থতাতেও ভুগছিলেন।























