
ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের শার্লট বিমানবন্দরে ইউরোপ থেকে আসা আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে থাকা এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিমানে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ওই ব্যক্তিকে পাওয়া যায় বলে জানিয়েছে এবিসি নিউজ।
শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের বিমানবন্দর ইউনিট ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, তারা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তদন্তে সহযোগিতা করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ঘটনাটি দুঃখজনক হলেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং তদন্তে সহায়তা করা হবে।
বিমান বিশেষজ্ঞ জন ন্যান্স বলেন, বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে যাত্রা করা প্রায় সবক্ষেত্রেই প্রাণঘাতী হয়। দীর্ঘ সময় মাইনাস ৬০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং অক্সিজেনশূন্য পরিবেশে থাকার কারণে শীতঘাত, অঙ্গহানি কিংবা ব্রেইন ডেথ অনিবার্য হয়ে পড়ে। ইতিহাসে অল্প কয়েকজন বেঁচে গেলেও তা অত্যন্ত বিরল ঘটনা, আর এ ধরনের ঝুঁকি যাত্রী ও ক্রুদের জন্যও বিপজ্জনক।























