মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ অক্টোবর ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

কাতারে হামলা হলে ‘প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র


trump-sheikh-tamim

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

ইসরায়েলের নজিরবিহীন হামলার পর কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এক নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে কাতার আবারও আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপসহ কাতারের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। খবর আলজাজিরার।

গত মাসে ইসরায়েল দোহায় অবস্থানরত হামাস নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি ছিল, কাতারের পৃষ্ঠপোষকতায় গাজায় মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল। এ হামলায় ফিলিস্তিনি দলের কয়েকজন সদস্য নিহত হন, তবে মূল নেতারা বেঁচে যান। এ সময় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তাও প্রাণ হারান।

এই ঘটনার পর কাতারের নাগরিক হত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমা চান। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে যৌথ ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সেই ক্ষমা গ্রহণ করেন।

ট্রাম্প তার নির্বাহী আদেশে কাতারকে যুক্তরাষ্ট্রের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অবিচল মিত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও কাতার ঘনিষ্ঠ সহযোগিতা, অভিন্ন স্বার্থ এবং আমাদের সশস্ত্র বাহিনীর দৃঢ় সম্পর্কের মাধ্যমে আবদ্ধ।”

এছাড়া কাতারের আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাতে মধ্যস্থতাকারী ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, বিদেশি আগ্রাসনের হুমকির মুখে কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা যুক্তরাষ্ট্রের নীতি।

নিউজ পাওয়া যায়নি