মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১ অক্টোবর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

সমাবেশে ৪১ জনের মৃত্যুর ঘটনায় থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল


thalapoti-bijoy

থালাপতি বিজয়ের দলের সমাবেশ।

অভিনেতা থেকে রাজনীতিতে পথচলা শুরু করা থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কয়েক দিন আগে তামিলনাড়ুর কারুরে এক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার পর তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এই সিদ্ধান্ত নেয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

বুধবার (১ অক্টোবর) এনডিটিভির খবরে বলা হয়, টিভিকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিজয়ের সফর স্থগিতের ঘোষণা দিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা এখন প্রিয়জনদের হারিয়ে শোকের মধ্যে আছি। তাই দলের নেতার আগামী দুই সপ্তাহের জনসভাগুলো স্থগিত করা হলো। পরবর্তী সময়ে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

শনিবারের সেই সমাবেশে ৫১ বছর বয়সী বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে উপস্থিত হন। দুপুর থেকে হাজার হাজার মানুষ ভেন্যুতে জড়ো হতে থাকলেও নির্ধারিত সময়ের দেরির কারণে ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সমাবেশের জন্য বরাদ্দ ছিল ১০ হাজার মানুষের জায়গা, কিন্তু উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার মানুষ। নিরাপত্তা নির্দেশিকা মানা হয়নি, পর্যাপ্ত খাবার, পানি ও চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়নি। পুলিশ জানিয়েছে, এসব কারণে দুর্ঘটনা ঘটেছে। ভিড়ের মধ্যে বহু মানুষ অজ্ঞান হলেও সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি।

ঘটনার পর বিজয় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তবে টিভিকে নেতারা বলেন, “এর আগে আমরা বহু বড় সমাবেশ করেছি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

বিজয়ের সফর আপাতত স্থগিত থাকলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সময়সূচি পরে জানানো হবে। দল আশা করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে শোক প্রকাশ ও নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নিউজ পাওয়া যায়নি